ঢাকা স্টক এক্সচেঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (০৭ জুলাই) এসএমই মার্কেটের সূচক ‘ডিএসএমই এক্স’ ১৪৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি ২ হাজার ৬১ পয়েন্টে অবস্থান করছে।
সূচকের উত্থানের সঙ্গে আজ এসএমই মার্কেটে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে। আজ এ প্লাটফর্মে লেনদেন হয়েছে ৫২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ২৩ কোটি ৪১ লাখ টাকা।
সপ্তাহের শেষ কার্যদিবসে এসএমই মার্কেটে লেনদেনে অংশ নেওয়া ১২ কোম্পানির মধ্যে সবগুলোর শেয়ারদরই বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বেঙ্গল বিস্কুটের শেয়ারদর।
ডিএসইর দেওয়া তথ্য বলছে, বৃহস্পতিবার বেঙ্গল বিস্কুটের শেয়ারদর ১৩ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫২ টাকা ৬০ পয়সায়।
এদিন এসএমইতে দরবৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডি পেইন্টস । কোম্পানিটির শেয়ারদর আজ ৪ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা মোস্তফা মেটালের শেয়ারদর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৭১ শতাংশ।
এছাড়াও, এছাড়াও, মাস্টার অ্যাগ্রোর ৯ দশমিক ৬২ শতাংশ, নিয়ালকোর ৯ দশমিক ৪৭ শতাংশ, মামুন অ্যাগ্রোর ৯ দশমিক ৪৫ শতাংশ, ওরিজা অ্যাগ্রোর ৮ দশমিক ৬১ শতাংশ, এপেক্স ওয়েভিংয়ের ৬ দশমিক ৭৩ শতাংশ, কৃষিবিদ সিডের ৬ দশমিক ১৬ শতাংশ, ওয়ান্ডার টয়জের ৫ দশমিক ৯২ শতাংশ, কৃষিবিদ ফিডের ৫ দশমিক ৯০ শতাংশ এবং স্টার অ্যাডহেসিভের শেয়ারদর ৩ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।
এদিকে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ০ দশমিক ৯০ শতাংশ বেড়ে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন অপর দুই সূচক ‘ডিএসই এস’ ও ‘ডিএসই ৩০’ যথাক্রমে ১ এবং ৬ পয়েন্ট করে কমেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ৭৮৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার।