সূত্র মতে, আগের কার্যদিবস আইপিডিসির শেয়ারের ক্লোজিং দর ছিল ৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৮.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ২ শতাংশ কমেছে।
এদিন ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন লুব্রিকেন্টসের ১.৯৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১.৯৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ১.৯৯ শতাংশ, বিডি ফাইন্যান্সের ১.৯৯ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ১.৯৯ শতাংশ, অলিম্পিকের ১.৯৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ১.৯৮ শতাংশ এবং প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৯৮ শতাংশ কমেছে।