পুঁজিবাজার স্থিতিশীল করতে অ্যাসেট ম্যানেজারদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান

পুঁজিবাজার স্থিতিশীল করতে অ্যাসেট ম্যানেজারদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান
গত কয়েকদিন ধরেই পুঁজিবাজারে পতনের ধারা অব্যাহত রয়েছে। যার ফলে বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। চলমান এই সংকটে বিনিয়োগকারীদের মধ্যে তৈরী হয়েছে আতঙ্ক। এমন অবস্থায় পুঁজিবাজার স্থিতিশীল করতে অ্যাসেট ম্যানেজারদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২১ জুলাই) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কার্যালয়ে সংস্থাটির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অংশগ্রহন করা অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রতি এই আহ্বান জানানো হয়েছে। উক্ত সভায় অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠানের প্রায় ৩২ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।

জানা যায়, আগামী সপ্তাহে ধারাবাহিকভাবে ব্রোকার ডিলার, পোর্টফোলিও ম্যানেজার, মার্চেন্ট ব্যাংকারসহ অন্যদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছে কমিশন।

নিয়ন্ত্রক সংস্থার নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশের অর্থনীতি সুশংহত অবস্থানে থাকলেও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরী হয়েছে। যাতে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এই অবস্থা কাটিয়ে তুলতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিকল্প নেই। তাই অ্যাসেট ম্যানেজারদেরকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান করা হয়েছে। তাদের অংশগ্রহনে পুঁজিবাজার ইতিবাচক ধারায় ফিরলে সাধারন বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়বে।

তিনি আরো বলেন, অ্যাসেট ম্যানেজারদের কাজ দুই রকম। এগুলো হচ্ছে মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পোর্টফোলিও ম্যানেজ করা। কিন্তু আমাদের দেশে এখনো অ্যাসেট ম্যানেজাররা শুধুমাত্র ফান্ড পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এই পরিস্থিতিতে তাদেরকে বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে বাজারে আনার জন্য কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত