হাসপাতালে ভর্তি আরও ৬৫ ডেঙ্গু রোগী

হাসপাতালে ভর্তি আরও ৬৫ ডেঙ্গু রোগী
সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এসব রোগীর অধিকাংশই ঢাকার বাসিন্দা। এর আগে শনিবার (২৩ জুলাই) ৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

রোববার (২৪ জুলাই) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ৫৯ জনই ঢাকার বাসিন্দা। একই সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। নতুন ৬৫ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৯ জনে। তাদের মধ্যে ২৩৫ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। ঢাকার বাইরে আছেন ৬৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৪ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ৮৩৭ জন এবং ঢাকার বাইরে ৩০৯ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে।

এর আগে ২০১৯ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছিল। সে বছর ১ লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ১৪৮ জন। করোনা মাহামারির মধ্যে ২০২০ সালে ডেঙ্গু তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে গত বছরের (২০২১) মাঝামাঝি সময়ে কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে ডেঙ্গু।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু