শিগগিরই এক্সপোজার লিমিট সমস্যার সমাধান হবে : বিএসইসি চেয়ারম্যান

শিগগিরই এক্সপোজার লিমিট সমস্যার সমাধান হবে : বিএসইসি চেয়ারম্যান
শিগগিরই এক্সপোজার লিমিট সমস্যার সমাধান হবে এবং আগামী মাসের মধ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর বনানীতে সেরাটন হোটেলে গ্রীন ডেল্টা ক্যাপিটাল আয়োজিত 'পদ্মা ব্রিজ অ্যান্ড অপরচুনিটিজ ফর বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট' শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের পুঁজিবাজার নির্ভরযোগ্য এবং টেকসই মূলধন সরবরাহের উৎস হয়ে উঠতে পারে সঠিক নেতৃত্বের মাধ্যমে। দেশের পুঁজিবাজারে আগামীতে আরো নতুন অনেক কিছু আসবে বলেও জানান বিএসইসি চেয়ারম্যান।

পদ্মা সেতু প্রসঙ্গে বিএসইসি চেয়ারম্যান বলেন দেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে পদ্মা সেতু। পদ্মা সেতু ব্যবহার করে এর সুফল নেয়ারও আহবান জানান অধ্যাপক শিবলী রুবাইয়াত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন গ্রীন ডেল্টা ক্যাপিটালের চেয়ারম্যান নাসির এ চৌধুরী। গ্রীন ডেল্টা ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রফিকুল ইসলাম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এছাড়া উপস্থিত ছিলেন একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল হক, চিটাগং স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুর, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়া।

সেমিনারের শেষ পর্যায়ে ভোট অব থ্যাংকস জানান গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারজানা চৌধুরী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত