জ্বালানি খাতের ঋণে ছাড় দিলো কেন্দ্রীয় ব্যাংক

জ্বালানি খাতের ঋণে ছাড় দিলো কেন্দ্রীয় ব্যাংক
বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ঠিক রাখ‌তে জ্বালানি খাতের গ্রাহকদের সহ‌জে ঋণ দি‌তে শর্ত শিথিল করে বিশেষ ছাড় দি‌য়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে চাইলে জ্বালানি খাতের যে কোনো কোম্পানি তার মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ নিতে পারবে।

মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধী ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একাটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, জ্বালানি খাতের গ্রাহকদের জন্য কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬ খ (১) ধারা ছয় মাসের জন্য শিথিল করা হয়েছে। ওই ধারার বর্ণনা অনুযায়ী, কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে দেওয়া সব ঋণ সুবিধার আসল অঙ্কের পরিমাণ কোম্পানির মোট মূলধনের শতকরা ২৫ ভাগের অধিক হতে পারবে না।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য ব্যাংক কর্তৃক বিদ্যুৎ উৎপাদনকারী কোন একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে কোন ব্যাংক ঋণ দেওয়ার ক্ষে‌ত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬ খ (১) ধারার শর্তাংশে বর্ণিত নিষেধাজ্ঞা আগামী ৬ মাসের জন্য কার্যকর হবে না।

তবে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬ খ (১) ধারার শতাংশে উল্লেখিত ২৫ শতাংশ ঊর্ধ্বসীমার স্থলে আগামী ৬ মাসের জন্য ঊর্ধ্বসীমা কত হবে তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা