8194460 ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন - OrthosSongbad Archive

ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন

ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংকের (এনবিএল) নতুন পরিচালনা পর্ষদের সদস্য আলাদা ৩টি কমিটি গঠন করেছে। নবগঠিত বিভাগগুলো হলো- নির্বাহী বিভাগ, রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ও অডিট বিভাগ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে দায়িত্ব নেওয়া নতুন চেয়ারম্যান ড. সৈয়দ ফারহাত আনোয়ারের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের ৪৯১তম সভায় এ কমিটিগুলো করা হয়।

জানা যায়, নির্বাহী কমিটির সভাপতি হয়েছেন ন্যাশনাল ব্যাংকের পরিচালক পারভীন হক সিকদার, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হয়েছেন ন্যাশনাল ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও পরিচালক মোয়াজ্জেম হোসেন এবং অডিট কমিটির সভাপতি হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. সিরাজুল ইসলাম।

অনিয়ম ও পর্ষদের পরিচালকদের স্বেচ্ছাচারিতায় আর্থিক অবস্থার অবনতিতে থাকা ন্যাশনাল ব্যাংকে ২০১৪ সালের ৪ অক্টোবর পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। দীর্ঘ ৯ বছর ধরে ব্যাংকটিতে পর্যবেক্ষক থাকলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং বিভিন্ন সময় অনিয়মকে প্রশ্রয় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শেষ পর্যন্ত ব্যাংকটির মালিকানায় থাকা সিকদার পরিবারের সদস্যদের দ্বন্দ্বে পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক।

আমানতকারীদের স্বার্থরক্ষায় বিএসইসি সুপারিশে ব্যাংক কোম্পানি আইনে দেওয়া ক্ষমতা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার গত ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) এক আদেশে সমস্যা-জর্জরিত প্রথম প্রজন্মের ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেন। এর পরপরই কেন্দ্রীয় ব্যাংক সাত সদস্যবিশিষ্ট নতুন পর্ষদ গঠন করে।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি