ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন

ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংকের (এনবিএল) নতুন পরিচালনা পর্ষদের সদস্য আলাদা ৩টি কমিটি গঠন করেছে। নবগঠিত বিভাগগুলো হলো- নির্বাহী বিভাগ, রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ও অডিট বিভাগ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে দায়িত্ব নেওয়া নতুন চেয়ারম্যান ড. সৈয়দ ফারহাত আনোয়ারের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের ৪৯১তম সভায় এ কমিটিগুলো করা হয়।

জানা যায়, নির্বাহী কমিটির সভাপতি হয়েছেন ন্যাশনাল ব্যাংকের পরিচালক পারভীন হক সিকদার, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হয়েছেন ন্যাশনাল ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও পরিচালক মোয়াজ্জেম হোসেন এবং অডিট কমিটির সভাপতি হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. সিরাজুল ইসলাম।

অনিয়ম ও পর্ষদের পরিচালকদের স্বেচ্ছাচারিতায় আর্থিক অবস্থার অবনতিতে থাকা ন্যাশনাল ব্যাংকে ২০১৪ সালের ৪ অক্টোবর পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। দীর্ঘ ৯ বছর ধরে ব্যাংকটিতে পর্যবেক্ষক থাকলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং বিভিন্ন সময় অনিয়মকে প্রশ্রয় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শেষ পর্যন্ত ব্যাংকটির মালিকানায় থাকা সিকদার পরিবারের সদস্যদের দ্বন্দ্বে পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক।

আমানতকারীদের স্বার্থরক্ষায় বিএসইসি সুপারিশে ব্যাংক কোম্পানি আইনে দেওয়া ক্ষমতা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার গত ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) এক আদেশে সমস্যা-জর্জরিত প্রথম প্রজন্মের ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেন। এর পরপরই কেন্দ্রীয় ব্যাংক সাত সদস্যবিশিষ্ট নতুন পর্ষদ গঠন করে।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা