উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে তাঁদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ গণমাধ্যমে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের তিনটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ সময় ছোট ছোট নৌযান চলাচল খুব বিপজ্জনক, তাদের উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় নিম্নচাপটি অবস্থান করছে। নিম্নচাপটি বিকেল চারটার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩০০ কিলোমিটার পশ্চিমে, পায়রা সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।