ডলারের স্বল্পমেয়াদী বাণিজ্যিক অর্থায়নে সুদহার কমলো

ডলারের স্বল্পমেয়াদী বাণিজ্যিক অর্থায়নে সুদহার কমলো

সুদহার কমলো ডলারের স্বল্পমেয়াদী বাণিজ্যিক অর্থায়নে। বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে স্বল্পমেয়াদী বাণিজ্যিক অর্থাৎ আমদানি-রপ্তানি অর্থায়নের সুদহার ৫০ শতাংশ কমিয়ে পুনর্নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।


মঙ্গলবার (১৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।


সার্কুলারের নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে বৈদেশিক মুদ্রার বেঞ্চমার্ক রেটের সঙ্গে ৩ শতাংশ যুক্ত করে বার্ষিক সুদের হার নির্ধারণ করতে হবে। অর্থায়ন চলমান থাকাকালীন অবস্থায় বেঞ্চমার্ক রেট হিসেবে লন্ডন ইন্টারব্যাংক অফার্ড রেট (লাইবর) ব্যবহার করা যাবে বলে সার্কুলারে বলা হয়েছে।


এতদিন বৈদেশিক মুদ্রার বেঞ্চমার্ক রেটের সঙ্গে ৩ দশমিক ৫০ শতাংশ যুক্ত করে সুদের হার নির্ধারণ করা হতো।


সংশ্লিষ্টরা জানান, ডলারের বেঞ্চমার্ক রেট হিসেবে ব্যবহৃত এসওএফআর-এর হার ঊর্ধ্বমুখী হওয়ায় দশমিক ৫০ শতাংশ সুদহার কমানো হয়েছে। এতে করে বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি ব্যয় কিছুটা কমবে। পাশাপাশি রফতানিকারকরাও কম সুদে রফতানি বিল বৈদেশিক মুদ্রায় ডিসকাউন্ট করতে পারবে।


জানা গেছে, এখন বেঞ্চমার্ক রেফারেন্স রেট ১ দশমিক ৭৫ শতাংশ। বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদী আমদানি-রফতানির সময় অর্থায়নে এই রেটের সঙ্গে ৩ শতাংশ সুদ পাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ