দেশের অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চায় ঢাকা

দেশের অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চায় ঢাকা

বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ করবে বলে আশা ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রোববার (২১ আগস্ট) কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন আল সামিক আল মাররি সাথে সাক্ষাৎ কালে তিনি এ বিষয় নিয়ে আলোচনা করেন।





পাশাপাশি বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।





এ সময় কাতারের শ্রমমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে জানান, তার দেশ সক্রিয়ভাবে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করবে।





পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তান, ফিলিস্তিন, চাদ ও সুদানে মধ্যস্থতার জন্য কাতারের ভূমিকার প্রশংসা করেন। আব্দুল মোমেন রোহিঙ্গা সমস্যা সমাধানে কাতার সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা কামনা করেন।





কাতারের শ্রমমন্ত্রী করোনা মহামারী সত্ত্বেও বাংলাদেশের স্থিতিশীল উন্নয়নের প্রশংসা করেন। মোমেন অভ্যন্তরীণ ও বিদেশে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দক্ষতা উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগ সম্পর্কে তাকে অবহিত করেন।





তিনি বাংলাদেশে এলএনজি সরবরাহে কাতার সরকারের সহযোগিতার প্রশংসা করেন। কাতারের মন্ত্রী কাতারে বসবাসরত বাংলাদেশী সম্প্রদায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন।





তিনি বাংলাদেশের পাশাপাশি কাতারের অর্থনীতির উন্নয়নে বাংলাদেশের প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন।





কাতারের মন্ত্রী আরো বলেন, কাতার আগামী দিনে চিকিৎসা, হসপিটালিটি, ড্রাইভিং ও আইটি খাতে বাংলাদেশ থেকে দক্ষ ও স্বল্প দক্ষ কর্মী নিয়োগ করতে চায়।





সূত্র : ইউএনবি


আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ