দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পদোন্নতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১২৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। জিএম থেকে সিনিয়র জিএম করা হয়েছে মো. সামিউল ইসলাম, মোহাম্মদ আসাদুর রহমান ও মো. তারিকুল ইসলামকে। এছাড়া জিএম পদোন্নতি দেওয়া হয়েছে সৈয়দ আল আমিন রহমান, সায়েদ মাহমুদ জোবায়ের ও মোহাম্মদ শফিকুল ইসলাম ভুঁইয়াকে।
ডিজিএম করা হয়েছে মোহাম্মদ রুহুল আমিন, জিশান মুহাম্মদ বিন হাসান এবং মোঃ মাহমুদুল হাসানকে। অপরদিকে সিনিয়ন ম্যানেজার থেকে এজিএম করা হয়েছে মোহাম্মদ নাসির উদ্দিন রেজা, মুহাম্মদ রনি ইসলাম,মোঃ আরিফুর রহমান, সৈয়দ মোঃ রকিব উদ্দিন, মোঃ বজলুর রহমান, কামরুন নাহার, মোঃ রবিউল ইসলাম, মোঃ আফজালুর রহমান, মোঃ জলিলুর রহমান, এস এম শহীদুল্লাহ, সৈয়দ ফয়সাল আবদুল্লাহ,মুহাম্মদ আহসান হাবীব, মোঃ মাসুদ খান, অলোক কুমার বসু, কামরুল হাসান এবং এ.কে.এম. জুবরাজ হোসেনকে।
এছাড়া ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার করা হয় ফারহানা শরীফা, মোহাম্মদ কামরুজ্জামান, ফয়সাল ইবনে খায়ের, মোঃ আব্দুল কাদের খন্দকার, মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন, ইসরাত জাহান, সাদাত মারুফ হাসনায়েন, দেওয়ান মুহাম্মদ সরিফুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, মামুন-অর-রশিদ, মেহেরাব আলী, হাসান আহমেদ এবং স্নাহাশিস চক্রবর্তী।
অপরদিকে ডেপুটি ম্যানেজার থেকে ম্যানেজার করা হয় মোহাম্মদ খায়রুল আলম, এস.এম. বায়েজিদ, শাহেদুল আজম, আহসান হাবিব উন নবী, মোঃ দীন ইসলাম মোল্লা, অমিত কুমার কুন্ডু, এইএইচএম রাহাত আহমেদ, মোঃ সাহাদত হোসেন, মোঃ সাইফুল ইসলাম, রুমানা ফেরদৌস, গিয়াস উদ্দিন, দেবাশীষ রায়, আসফিয়া আফরিন, মোহাম্মদ ইকরাম হোসেন, নিশাত ইসলাম, আশিয়া হক, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোঃ রকিবুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, তাহসিন আহমেদ, বিমল চন্দ্র মন্ডল, মো. আরিফুর রহমান, ফয়েজ আহমেদ, মোঃ কামরুদ্দিন চৌধুরী, মোঃ শিহাদ আলী, আবু সাদ আল সুফিয়ান এবং রাশেদ উল হক রাজীবকে।
ডেপুটি ম্যানেজার পদে পদোন্নতি দেওয়া হয়েছে মামুন উর রশিদ, মোঃ আব্দুল লতিফ মিয়া, মোঃ শফিকুল ইসলাম, মো. দেলওয়ার হোসাইন, মো. মান্নান বাশার, তাহিয়া সামিন, নুর ফারজানা ফিরোজ, মোঃ সায়দুর রহমান ভূইয়া, নাজমুস সাকিব, নুসরাত জাহান, কাজী ফারজানা আহমেদ, মো. রিফাজ উদ্দিন, তানজিনা আজাদ, জেএম রাকিবুল হোসাইন, মো. মাহফুজুল ইসলাম, ফৌজিয়া সিদ্দিক, মো. মাসুম সিরাজুল মাজিদ, তাসলিমা আক্তার, মোহাম্মদ আল আমিন, মোঃ জাকের হোসেন, মাহমুদুর রহমান, সানজিদা রহমান লিজা, সজোল কুমার রায়, জান্নাতুল ফোারাইন, মো. রাসেল রহমান, মো. কামরুল হাসান, মো. মহসিন কবির, রূপক কুমার দাস এবং মোঃ সাইফুল ইসলাম।
সিনিয়র এক্সিকিউটিভ পদে মোঃ রবিউল হাসান, রাজীব সরকার, মোঃ ইমরান হোসেন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ আতিকুর রহমান, শামীমা আফরিন, সাবিনা ইয়াসমিন, উৎপল চন্দ্র দেবনাথ, বদরুল ইসলাম শাওন এবং মো. আবদুর রহিম আরিফকে পদন্নতি দেওয়া হয়।
অপরদিকে এক্সিকিউটিভ পদে হালিমা খানম, সাহেরা হক, অসীম কুমার রায়, শবনম আক্তার, অমিতা রানী রয় এবং আলী হোসেন মজুমদার পদোন্নতি পেয়েছে। এছাড়া জুনিয়র এক্সিকিউটিভ পদে সোজিয়া আফরিন জায়গা করে নেন। এস আর অফিস অ্যাসিট্যান্ট হিসেবে পদোন্নতি পেয়েছে মো. নুরুজ্জামান এবং নাদিয়া আফরিন।
এছাড়াও অফিস অ্যাসিট্যান্ট পদে মো. আমরান হোসাইন, জুনিয়র অফিস অ্যাসিট্যান্ট পদে মোঃ আব্দুল মতিন, মোঃ সাইফুল ইসলাম, নাজমা আক্তার, বাটন বড়ুয়া, আজমির হোসেন এবং জসিম উদ্দিন পদোন্নতি পায়।