প্রস্তাবিত বাজেটে মাথাপিছু আয় বেড়ে দাঁড়াবে ২ হাজার ৩২৬ মার্কিন ডলারে, যা বর্তমানে আছে ২ হাজার ৭৯ ডলার। মূল্যস্ফীতি হবে ৫ দশমিক ৪ শতাংশ।
মোট জাতীয় বিনিয়োগ বর্তমান অর্থবছরের জিডিপির ২০ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে আগামী অর্থবছরে ৩৩ দশমিক ৫ শতাংশে দাঁড়াবে।
জাতীয় বিনিয়োগের ৮ দশমিক ১ শতাংশ আসবে সরকারি খাত থেকে এবং ২৫ দশমিক ৩ শতাংশ আসবে বেসরকারি খাত থেকে।
উল্লেখ্য, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জিডিপির আকার ধরা হয়েছে ৩১ লাখ ৭১ হাজার ৮০০ কোটি টাকা। বর্তমানে এটি আছে ২৮ লাখ ৫ হাজার ৭০০ কোটি টাকা।