১৬ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারো গম আমদানি শুরু হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ভারত থেকে ১১টি ট্রাকে প্রায় ৩০০ টন গম এসে পৌঁছায় আখাউড়া স্থলবন্দরে।
এ দিন ১ হাজার টন গম আসার কথা থাকলেও সন্ধ্যায় আগরতলা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে বাকি গমের ট্রাকগুলো সেখানে আটকা পড়ে। তবে এসব গম আজ (২৫ আগস্ট) সকালে আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গম আমদানি করেছে ইসলাম এগ্রোভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। আর সব গম কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করছে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ। প্রতি টন গম আমদানি হয়েছে ৩৭০ মার্কিন ডলারে।
মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. মোজাম্মেল হক বলেন, গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির আগে ২৫০০ মেট্রিক টন গম আমদানির জন্য এলসি খুলেছিল ইসলাম এগ্রোভেট লিমিটেড। ওই এলসির প্রথম চালানে ১ হাজার টনের মধ্যে ৩০০ টন গম এসেছে আজ। সন্ধ্যা হয়ে যাওয়ায় বাকি ৭০০ টন গমবোঝাই ট্রাক আগরতলা স্থলবন্দরে আটকা পড়ে। এগুলো আজ সকালে আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছাবে। এরপর দুপুর থেকে গম খালাসের কার্যক্রম শুরু হবে।
এর আগে দুই মাস বন্ধের পর গত ১ আগস্ট ভারত থেকে গম আসে আখাউড়া স্থলবন্দরে। তবে ৭ আগস্টের পর আর কোনো গমের চালান আসেনি।