নতুন আক্রান্তদের মধ্যে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. মিজানুর রহমান, রামেক পিংকু হোস্টেলের আবাসিক শিক্ষার্থী মিথুন, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স দুলাল, লাবণী ও নাসরিন রয়েছেন। এছাড়াও স্থানীয় দুই সাংবাদিক মোফাজ্জল বিদ্যুৎ ও আমানুল্লাহ আমানের করোনা শনাক্ত হয়েছে।
নতুন করে আরও আট পুলিশ সদস্যের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরা হলেন-রেজাউল, শরিফুল, রুখসানা, নেভা, শহিদুল, মিলন, আবুল কালাম এবং জাহিদুল। তারা বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, সোমবার যাদের করোনা শনাক্ত হয়েছে তাদের ৪৩ জনই রাজশাহী নগরীতে অবস্থান করছেন। বাকি ৪৩ জনের বাড়ি পাবনায়।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, এ দিন রামেক হাসপাতালের মলিক্যুলার বায়োলজি ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রাজশাহী নগরীতে থাকা ৩২ জনের করোনা শনাক্ত হয়।
অন্যদিকে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, তাদের ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৪ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৪৩ জনের বাড়ি পাবনা। আর বাকি ১১ জন রাজশাহী নগরীর বাসিন্দা।