ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফার্মা এইডস দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮২৮ বারে ৮১ হাজার ২০৭ টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ৭ কোটি ৪১ লাখ টাকা।
দর পতনের তালিকায় তৃতীয় স্থানে থাকা পেপার প্রসেসিং। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৮১০ বারে ৫ লাখ ৮২ হাজার ৯৮৭ টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ২৬ লাখ টাকা।
দর পতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে - ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৩.৭৫ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৩.২৫ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৩.২৫ শতাংশ, রহিমা ফুডের ৩ শতাংশ, ইন্ট্রাকোর ২.৭০ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ২.৬৪ শতাংশ এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৫৭ শতাংশ কমেছে।