বিএইচবিএফসিসহ এফআইডির আওতাধীন তিন ক্যাটাগরীর মোট ১৮টি দফতর বা সংস্থা ২০২১-২০২২ অর্থবছরে এ বিভাগের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে। এবছরও বিএইচবিএফসি’র প্রাপ্ত নম্বর ক্যাটাগরী নির্বিশেষে উক্ত ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ।
মোট ১০০ নম্বরের মধ্যে ৯৮.৩৭ নম্বর পেয়ে এ কৃতিত্ব অর্জন করেছে বিএইচবিএফসি। বিগত ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থবছরেও প্রতিষ্ঠানটি সবগুলো প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে এপিএ-তে প্রথম স্থান লাভ করেছিল।
এপিএ-তে রাষ্ট্রায়াত্ব সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে পুনরায় প্রথম স্থান অর্জন করায় বিএইচবিএফসির এপিএ টিম লিডার ও ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অরুন কুমার চৌধুরী তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় এফআইডির সংশ্লিষ্ট সকল নির্বাহী, বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সকল পরিচালকবৃন্দ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমকে অভিনন্দন জানিয়েছেন।