এসব শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ/এমপিওভুক্তির জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়/শিক্ষা মন্ত্রণালয়কে বলা হয়েছে।
খুলনা অঞ্চলের দুটি প্রাথমিক বিদ্যালয়, দুটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও নয়টি মাধ্যমিক বিদ্যালয়সহ ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান এ সুবিধার আওতায় আসছে।
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অতীতে কোনো সরকার শ্রমিকের ভাগ্যোন্নয়নে বা শ্রমিকদের পরিবারের সদস্যদের জন্য এ ধরনের উদ্যোগ নেয়নি। মিল বন্ধ করলেও তারা সামগ্রিকভাবে সবই বন্ধ করে দেয়। কিন্তু এক্ষেত্রে নতুন উদাহরণ সৃষ্টি করলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) খুলনা জোনাল সমন্বয়কারী বনিজ উদ্দিন মিয়া বলেন, পাটকল বন্ধ করা ও শ্রমিকদের সুযোগ-সুবিধা নিয়েই এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে। পাটকলের কর্মকর্তা-কর্মচারী বা শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে এখনো সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা বিজেএমসি থেকে তাকে জানানো হয়নি।