এদিকে দাম কমে যাওয়ার পরও বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়ে লেনদেন হযেছে মাত্র ৭ লাখ ১৯ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ১ লাখ ৪৩ হাজার টাকা।
অপরদিকে শেয়ারের দাম কমেছে ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। টাকার অংকে প্রতিটি শেয়ারের দাম কমেছে ২০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ২ টাকা, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ২ টাকা ২০ পয়সা।
তুং হাই নিটিংয়ের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল ফ্যামেলি টেক্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৫ দশমিক ২৬ শতাংশ। এর পরেই রয়েছে ইমারেল্ড অয়েল। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৫ শতাংশ।
এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা লিবরা ইনফিউশনের ৩ দশমিক ৬২ শতাংশ, রেকিট বেনকিজারের ৩ দশমিক শূন্য ৫ শতাংশ, অ্যাপোল ইস্পাতের ২ দশমিক ৯৪ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ২ দশমিক ৯৪ শতাংশ, জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজের ২ দশমিক ৭০ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ২ দশমিক ৪২ শতাংশ এবং লিন্ডে বাংলাদেশের ১ দশমিক ৪৪ শতাংশ দাম কমেছে।