করোনা নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, এই সময়ে ১০ হাজার ৩২৩টি নমুনা টেস্ট করে ২ হাজার ৬৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাতে সরকারি হিসেবে করোনারোগী দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৬৬ জন।
দেশে গত ৮ মার্চ করোনায় আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
প্রথম শনাক্তের পর দেশে করোনারোগী সংখ্যা ৫০ হাজার ছাড়ায় ২ জুন। এরপর করোনার সংক্রমণ বেশি দ্রুততর হয়েছে।
লাখে পৌঁছানোর মাত্র ১৬ দিনে গত ১৮ জুন দেশে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়। সেখান থেকে তা দেড় লাখে পৌঁছাতে সময় লাগে ১৪ দিন; ২ জুলাই দেশে শনাক্তের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন।
বাকি সাত দিনে শনাক্তের সংখ্যা ছাড়ায় পৌনে দুই লাখ। ৯ জুলাই দেশে কোরোনারোগী ছিল ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন। সেখান থেকে নয় দিনে শনাক্ত ২ লাখ ছাড়াল।
আক্রান্তদের মধ্যে সবশেষ চব্বিশ ঘণ্টায় ৩৪ জনসহ মৃত্যু হয়েছে ২ হাজার ৫৮১ জনের। আর নতুন ১ হাজার ৩৭৩ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৯৮ জন।
সুস্থ ও মৃত্যু বাদ দিলে দেশে ‘অ্যাকটিভ’ করোনারোগী আছে ৮৯ হাজার ৩৮৭ জন।
সবশেষ তথ্যানুযায়ী, করোনার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৪.৮০ শতাংশ, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ এবং সুস্থতার হার ৫৪.০৯ শতাংশ।