সপ্তাহের তৃতীয় কার্যদিবদে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭২ প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৬১টির শেয়ারদর বেড়েছে। এদিন শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে ইনডেক্স এগ্রোর। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ইনডেক্স এগ্রোর শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ১৪১ টাকা ২০ পয়সা দরে।
দর বৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা আজিজ পাইপসের শেয়ারদর আজ ৯ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাক মীর আখতারর শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ০২ শতাংশ।
আজ দর বৃদ্ধি তালিকার শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এডিএন টেলিকম, ইস্টার্ন হাউজিং, কেয়া কসমেটিকস, রূপালী লাইফ ইন্সুরেন্স, লাভেলো আইসক্রীম, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এবং সাইফ পাওয়ারটেক।