শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত হিলি এক্সপোর্টার অ্যান্ড ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অশোক কুমার স্বাক্ষরিত একটি চিঠি হাতে পেয়েছি। চিঠিতে দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার থেকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত ৮ দিন হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার কথা জানানো হয়েছে। উৎসব ও সাপ্তাহিক ছুটি শেষে ৮ অক্টোবর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আগের নিয়মে চালু হবে।
হিলি স্থলবন্দর কাস্টমস ও স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার বায়োজিদ হোসেন বলেন, পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ রুটে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।