প্রসঙ্গত, পুঁজিবাজারে যে কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে বিনিয়োগ করা হয় তার মধ্যে মূল্য আয় অনুপাত (পিই রেশিও) একটি।আর এই পিই রেশিও যখন নিরাপদ অবস্থানে থাকে তখন বাজারে বিনিয়োগের উপুক্ত পরিবেশ থাকে। পিই রেশিও যতদিন ১৫ এর ঘরে থাকে ততদিন বিনিয়োগ নিরাপদ থাকে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিঙ্গার বিডির পিই রেশি ১২.৫ পয়েন্ট, ম্যারিকোর ১৬.৬ পয়েন্ট, লিন্ডেবিডির ১৬.৮ পয়েন্ট, আরএকে সিরামিকের ১৭.৭ পয়েন্ট, বিএটিবিসির ১৯.৪ পয়েন্ট, বাটা সু’র ২১.২ পয়েন্ট, গ্লাক্সোস্মিথকালাইনের ২৮.৯ পয়েন্ট, লাফার্জহোলসিমের ৩০.১ পয়েন্ট,রেকিট বেনকিজারের ৩১.৮ পয়েন্ট এবং বার্জার পেইন্টসের ৩১.৫ পয়েন্টে অবস্থান করছে।