শেয়ারবাজারের ওটিসি (ওভার দ্যা কাউন্টার) মার্কেটের কোম্পানিগুলোর বর্তমান অবস্থার বিস্তারিত তথ্য চেয়ে দুই স্টক এক্সচেঞ্জকে (ডিএসই ও সিএসই) চিঠি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ রতন মিয়ার সই করা চিঠিটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে।
বিএসইসির চিঠিতে বলা হয়েছে, ওটিসি মার্কেটে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পেপার শেয়ার আগামী এক মাসের মধ্যে ইলেক্ট্রনিক শেয়ারে রুপান্তর করতে হবে।
যেসব বিনিয়োগকারী কাগুজে শেয়ার হারিয়ে ফেলেছেন তাদের শেয়ার রেকর্ড অনুযায়ী পুণরায় ইলেক্ট্রনিক শেয়ার হিসেবে ইস্যু করতে পারবে।
বিএসইসির চিঠিতে আরও বলা হয়, ওটিসিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার হোল্ডিং পজিশনের ওপর ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে সুপারিশসহ বিস্তারিত তথ্য জানাতে বলেছে বিএসইসি।
এছাড়াও ওটিসি মার্কেটের কোন কোম্পানি পরিচালনা পর্ষদ পুনর্গঠন করার উদ্দেশ্যে শেয়ার বিক্রি বা হস্তান্তর করতে পারবে। তবে এক্ষেত্রে অবশ্যই বিএসইসির অনুমতি নিতে হবে।
এছাড়াও এসএমই মার্কেটের কাগুজে (পেপার) শেয়ারও ইলেক্ট্রনিক শেয়ারে রুপান্তর করতে বিএসইসির চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে।