দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম প্রযুক্তি মেলা জিটেক্স টেকনোলজি এক্সপো ২০২২। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রযুক্তির এই আসরে বিশ্বের নামকরা সব প্রযুক্তি প্রতিষ্ঠান ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে অংশ নিয়েছেন বাংলাদেশের আইটি প্রতিষ্ঠান পালস টেক লিমিটেড। যার ফলে বিশ্বের আইটি বাজারে বাংলাদেশের সুনাম এবং মর্যাদা আরো অনেক বৃদ্ধি পাবে বলে মনে করেন প্রতিষ্ঠানটির এমডি আরেফিন রাফি।
কৃত্রিম বুদ্ধিমত্তা, মেটাভার্স, ওয়েব থ্রি, ব্লকচেইন টেকনোলজিসহ প্রযুক্তি দুনিয়ায় পরবর্তী প্রজন্মের ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে কাজ করা উদ্যোক্তারা অংশ নিয়েছেন মেলায়।
360-ডিগ্রী মেডিসিন সাপ্লাই চেইন সলিউশন এর মাধ্যমে Medbox, MediPOS এবং Medicart নামে তিনটি ভিন্ন পরিষেবা ব্যবহার করে ভোক্তাদের কাছে ফার্মা কোম্পানি থেকে ফার্মেসি পর্যন্ত সম্পূর্ণ মেডিসিন বিতরণ প্রক্রিয়া স্বয়ংক্রিয় করেছে এই হেল্থ টেক কোম্পানি। প্রযুক্তির দুনিয়ায় বাংলাদেশও যে পিছিয়ে নেই, সেটাই জানান দিচ্ছেন বাংলাদেশের এই তরুণরা।
পালস টেক লিমিটেড এর সিইও কাজী আশিকুর রাসুল বলেন, ‘আমাদের Medbox সলিউশন ফার্মা কোম্পানিগুলির জন্য পাইকারি পরিবেশক হিসেবে ভূমিকা পালন করে যেখানে ফার্মেসিগুলি আমাদের B2B কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ওষুধ কিনতে পারে৷ যেখানে আমাদের MediPOS সফ্টওয়্যার স্থানীয় ফার্মেসিগুলিকে তাদের ব্যবসা ডিজিটালভাবে পরিচালনা করতে এবং অনলাইনে ওষুধ বিক্রি করতে সক্ষমতা প্রদান করেছে। আমাদের অনলাইন ফার্মেসি ইকমার্স Medicart এর মাধ্যমে, গ্রাহকরা এখন স্বাস্থ্যসেবা পণ্য কিনতে পারবেন যা আমরা নিকটতম স্থানীয় ফার্মেসির মাধ্যমে সরবরাহ করি।’
পালস টেক লিমিটেড এর এমডি আরেফিন রাফি আহমেদ বলেন, ‘ডিজিটালাইজেশনের এই যুগে মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। জিটেক্সের এই আয়োজনে আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে এবং বিভিন্ন দেশ থেকে আগত ভিজিটরদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি এবং আমাদের সলিউশন তাদের কাছে উপস্থাপন করতে পেরেছি যা বিশ্বের আইটি বাজারে বাংলাদেশের সুনাম এবং মর্যাদা আরো অনেক বৃদ্ধি করবে বলে আমি আশা করি। যা আমাদের জন্য এক বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিবে।’
দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০ মিলিয়ন বা ২ কোটি স্কয়ারফিট জায়গা জুড়ে বসেছে প্রযুক্তির এই বড় আসর। যোগাযোগ ও ডিজিটাল অর্থনীতির নতুন নতুন সংযোজন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন বিষয়ে সেমিনারসহ নানা আয়োজন থাকছে এক্সপোতে।