'নারীরা এগিয়ে গেলে পরিবার ও দেশের জন্য ভালো'

'নারীরা এগিয়ে গেলে পরিবার ও দেশের জন্য ভালো'

নারীরা অর্থনৈতিকভাবে এগিয়ে গেলে পরিবার ও দেশের জন্য ভালো বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।


শুক্রবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) সামিটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


দেশের নারীদের স্বাবলম্বী করতে ও উদ্যোক্তাদের ব্যবসায়িক সহায়তা প্রদানে শুরু হয়েছে এই সামিট।


মন্ত্রী বলেন, আমাদের দেশের নারীরা এগিয়ে যাচ্ছে। বর্তমানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় পদে নারীরা নিজেদের যোগ্যতায় জায়গা করে নিয়েছে। নারীরা অর্থনৈতিকভাবে এগিয়ে গেলে পরিবার ও দেশের জন্য ভালো। নারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সারাদেশে প্রশিক্ষণকেন্দ্র চালু করেছে সরকার।


বিকেলে অনুষ্ঠানে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এসময় তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্যে নারীর সমান অবদান রাখছে। ২০০৮ সালে প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন, তখন সবাই হেসেছিল। কিন্তু আজকে সবাই সেই ডিজিটাল বাংলাদেশের সুবিধাভোগী হতে পেরেছেন।


অনুষ্ঠানে উপস্থিত উই’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা নারী উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, করোনার পর স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্ব। আপনারা আরও কাজ করুন, উদ্যোগ চালিয়ে যান। অনেক কষ্ট করে নিজেদের যায়গা তৈরি করেছেন। এটা যেন নষ্ট না হয়। অনেকেই দেশের বাইরে পণ্য পাঠাচ্ছেন। তবে দেশর চাহিদা মিটিয়ে বিদেশে পণ্য পাঠানোর মানসিকতা রাখতে হবে।


সামিটের প্রথম দিনে উদ্যোক্তাদের ফেসবুক কমার্সের সুষ্ঠু ব্যবহারের পাশাপাশি প্রযুক্তি, কুরিয়ার ও লজিস্টিক সেবা ব্যবহারসহ নানা বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উদ্যোক্তারা তাদের সফলতার গল্প বলেন।


আয়োজনে মূল সহযোগী হিসেবে রয়েছে বিশ্বব্যাংকের প্রজেক্ট উই-ফাই, আইসিটি বিভাগ, বিকাশ, ব্যাংক এশিয়া ও স্টেডফার্স্ট কুরিয়ার।


ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কাউসার বলেন, আমাদের তৃণমূল নারীদের তুলে এনেছে উই। অর্থনৈতিকভাবে এগিয়ে গেলেই নারীর ক্ষমতায়ন হয়। আমরা কখনোই ভাবিনি এই দেশে লক্ষাধিক নারী উদ্যোক্তা তৈরি হবে। কিন্তু সব বাধা উপেক্ষা করে নারীরা এগিয়ে চলছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু