দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) উদ্যোগে কনফারেন্সে ভারত, শ্রীলংকা, নেপালসহ সার্কভুক্ত দেশগুলো থেকে ৩০ জন প্রতিনিধি অংশ নেয়ার কথা রয়েছে।
আঞ্চলিক সহযোগিতা ও দেশগুলোর মধ্যে আন্তঃসংযোগ বাড়াতে এ কনফারেন্সের আয়োজন করা হয়েছে। সম্প্রতি সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আইসিএবি প্রেসিডেন্ট শাহাদাৎ হোসেন এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার বেলা ৩টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে হোটেলে কনফারেন্সের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম।
কনফারেন্স থিমের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। এবারের সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সের বিষয়বস্তু নির্বাচন করা হয়েছে, রিজিওনাল কানেক্টিভিটি ফর সাসটেইনেবল গ্রোথ।
সম্মেলনের বিভিন্ন সেশনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ ব্যাংকের বোর্ড পরিচালক মাহবুব আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন আইসিএবি প্রেসিডেন্ট শাহাদৎ হোসেন।
অর্থসংবাদ/এনএন