বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ড. মোঃ কিসমাতুল আহসান। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এটিএম. আহমেদুর রহমান এবং অন্যান্য পরিচালক ও শেয়ার মালিকগণ সভায় উপস্থিত ছিলেন।
সূত্রে জানা গেছে, সভায় ৩০ জুন ২০২২ তারিখে সমাপ্ত কোম্পানির ২০২১-২২ অর্থবছরের বার্ষিক হিসাব অনুমোদিত হয়। এসময় কোম্পানির শেয়ার মালিকগণ ২০২১-২২ অর্থবছরের জন্য ৮৫ শতাংশ (অন্তর্বর্তীকালীন ৭০ শতাংশ নগদ লভ্যাংশসহ) নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।
২০২১-২২ অর্থবছরে কোম্পানির ৫৩.১১ কোটি টাকা নীট মুনাফা অর্জিত হয়েছে। ফলে কোম্পানির ১০০.০০ টাকা অভিহিত মূল্যের শেয়ার প্রতি আয় হয়েছে ১৩৪.৮৮ টাকা।
অর্থসংবাদ/এনএন