দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুপুর ২টা ১০ মিনিট থেকে পুনরায় লেনদেন শুরু হবে। আজ লেনদেন শেষ হবে ২ টা ৩০ মিনিটে। যে কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বন্ধ হয়ে গিয়েছিল তা প্রায় সমাধান হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিট থেকে লেনদেন বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম অর্থসংবাদকে বলেছিলেন, সকাল ১১টার দিকে ডিএসইতে সফটওয়্যারজনিত সমস্যার কারণে লেনদেন বন্ধ হয়ে যায়। ব্যাংকিং আওয়ারের মধ্যে যদি ঠিক হয়, তবে লেনদেন শুরুর ১৫ মিনিট আগে নোটিশ দিয়ে বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হবে।
ডিএসই’র জনসংযোগ বিভাগের কর্মকর্তা উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান অর্থসংবাদকে জানিয়েছিলেন, ত্রুটি সমাধানে কাজ করছে ডিএসইর আইটি বিভাগ।
প্রধান শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন স্বাভাবিকভাবেই লেনদেন সম্পন্ন হয়েছে।