আজ মঙ্গলবার দুপুর থেকে হঠাৎ কাজ বন্ধ করে দেয় হোয়াটসঅ্যাপ। সার্ভার ডাউন থাকায় সারাদেশে এর ব্যবহারকারীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপ-এর এই সমস্যার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা।
প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে মেসেজিংয়ে সমস্যা হয়েছিল। পরে ব্যবহারকারীরা সাধারণ চ্যাট থেকেও বার্তা পাঠাতে পারছিলেন না।
এ বিষয়ে এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ বলছে,আমরা জানি যে কিছু লোকের বার্তা পাঠাতে সমস্যা হচ্ছে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব সবার জন্য হোয়াটসঅ্যাপ পুনরুদ্ধার করার জন্য কাজ করছি।
সমস্যাটা কোথায় এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি মেটা কর্তৃপক্ষ।
এদিকে, হোয়াটসঅ্যাপ ডাউন হওয়ার পরে, ব্যবহারকারীরা দ্রুত অন্যান্য মাধ্যমে নিজেদের বার্তা প্রেরণ ও কাজ সারার চেষ্টা করছেন।