ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর কমেছে ৬ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৮৬৪ বারে ৮৭ হাজার ৭৮২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৪৩ কোটি ৬৪ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা নাভানা সিএনজি লিমিটেডের শেয়ার দর কমেছে ৩ দশমিক ২৭ শতাংশ। কোম্পানিটি ১২৪৭ বারে ১০ লাখ ৪৩ হাজার ৮১১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯৭ কোটি ৮৭ লাখ।
তালিকার তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর কমেছে ১ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানিটি ৮৮ বারে ২ লাখ ৭৭ হাজার ৬৯৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২৬ কোটি ৪৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোং লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডারস লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।
অর্থসংবাদ/এনএন