বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচক কমেছে। একই সঙ্গে কমেছে বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইতে তিন হাজার ৫৮৩ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৯৫৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল পাঁচ হাজার ৮০১ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৪৬৫ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে দুই হাজার ২১৭ কোটি ৭১ লাখ ৫৮ হাজার ৫০৯ টাকা বা ৩৮ দশমিক ২৩ শতাংশ।
লেনদেনের সঙ্গে প্রধান শেয়ারবাজারের বাজার মূলধনও কমেছে ৪৪১ কোটি ৮৫ লাখ ৫১ হাজার ০১১ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ৭২ লাখ ১৫ হাজার ৫৪৯ টাকায়।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৪ দশমিক ৩০ পয়েন্ট হারিয়েছে। পাঁচ কার্যদিবসের দুই দিনের পতনেই সূচকটি কমেছে ০ দশমিক ২২ শতাংশ। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩৭৮ পয়েন্টে।
বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ এক সপ্তাহে ১১ দশমিক ৮৪ পয়েন্ট বা ০ দশমিক ৫২ শতাংশ কমেছে। এছাড়াও শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ পাঁচ কার্যদিবসে কমেছে ৪ দশমিক ৫৪ পয়েন্ট বা ০ দশমিক ৩২ শতাংশ।
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের পিই রেশিও কমেছে। সপ্তাহের শুরুতে এক্সচেঞ্জটির পিই রেশিও ছিল ১৪ দশমিক ৭৩ পয়েন্টে। সপ্তাহ শেষে পিই রেশিও দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭২ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর পিই রেশিও কমেছে ০.০১ পয়েন্ট বা ০.০৭ শতাংশ।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৯৭টি কোম্পানি শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২২৯টির শেয়ারের দরই অপরিবর্তিত ছিল। অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে মাত্র ৭১টির, বিপরীতে কমেছে ৮৪ কোম্পানির শেয়ারদর।