ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৩৪ শতাংশ। কোম্পানিটি ৪৫৮৬১ বারে ২৪ লাখ ৫৭ হাজার ৬২৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৭৭ কোটি ৪৮ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেডের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ২১৮৯ বারে ২ লাখ ৬৮ হাজার ১৭৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৪৯ কোটি ৭ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটি ২৫৯৯ বারে ১৭ লাখ ২৯ হাজার ১০৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪১ কোটি ৬ লাখ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জেমিনি সি ফুড লিমিটেড, জুট স্পিনার্স লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
অর্থসংবাদ/এনএন