ফাইনালের মিশনে কাল মাঠে নামছে সাকিবের মোর্নাক পদ্মা

ফাইনালের মিশনে কাল মাঠে নামছে সাকিবের মোর্নাক পদ্মা

শেষ ভালো যার, সব ভালো তার। বাংলাদেশ হকি চ্যাম্পিয়নস ট্রফিতে প্রবাদটির যথার্থতা প্রমাণ করলো মোনার্ক পদ্মা। টুর্ণামেন্টের শুরুর দিকে ছন্দে না থাকলেও মাঝ পথে এসে নিজেদের খুঁজে পেয়েছে সাকিব আর হাসানের দলটি। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে মোর্নাক পদ্মা। যেখানে ১৪ নভেম্বর (রাত ৮টা ১৫ মিনিটে) এলিমিনেটর ম্যাচে তাদের প্রতিপক্ষ মেট্রো এক্সপ্রেস বরিশাল।





ফাইনালে যেতে মোর্নাক পদ্মাকে যে কঠিন পথ পাড়ি দিতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। কেননা এলিমিনেটর ম্যাচ হারলেই যে বিদায় ঘন্টা বেজে যাবে দলটির। আর জয় পেলে খেলতে হবে আরও এক ম্যাচ। যেখানে প্রথম কোয়ালিফায়ারে হারা দলটির সাথে জয়লাভ করে যেতে হবে ফাইনালের মঞ্চে।





এর আগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) মাওলানা ভাসানী স্টেডিয়ামে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে সাইফ পাওয়ার খুলনার বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেয় গোভার্স-শুভরা। মোনার্কের জয়ে মেট্রো এক্সপ্রেস বরিশাল ও রুপায়ন সিটি কুমিল্লারও শীর্ষ চার নিশ্চিত হয়ে যায়। সবার আগে কোয়ালিফায়ার নিশ্চিত করে একমি চট্টগ্রাম। ১৪ নভেম্বর (রাত ৬টা ৩০ মিনিটে) প্রথম কোয়ালিফায়ারে একমি চট্টগ্রামের মুখোমুখি হবে রুপায়ন সিটি কুমিল্লা।





চট্রগ্রাম-কুমিল্লার মধ্যকার জয়ী দল চলে যাবে সোজা ফাইনালে। আর হারা দলেরও মন খারাপের কারণ নেই। কেননা মোনার্ক পদ্মা-মেট্রো এক্সপ্রেস বরিশালের মধ্যকার ম্যাচের জয়ী দলের সাথে আরো একটি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। আর সেই ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত। আর হারলে বিদায় নিতে হবে টুর্ণামেন্ট থেকে। ফাইনালের মঞ্চে যাবে কোন দুই দল। আর কে হাসবে শেষ হাসি? সেই প্রশ্ন না হয় সময়ের কাছেই তোলা থাক।





অর্থসংবাদ/কেএ


আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে