করোনায় ১০০ কোটির বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত

করোনায় ১০০ কোটির বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত
শিক্ষাখাতের ইতিহাসে সবচেয়ে বড় আকারের ক্ষতি করে যাচ্ছে করোনা মহামারী। জাতিসংঘ জানিয়েছে, ১০০ কোটির বেশি শিক্ষার্থী এই সময়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মঙ্গলবার জানান, করোনা ছড়িয়ে পড়ার পর থেকে ১৬০টির বেশি দেশে স্কুল-কলেজ বন্ধ করা হয়। দেশগুলোতে ৪ কোটির মতো শিশু প্রাক-প্রাথমিক থেকে ঝড়ে পড়বে।

‘এখন আমরা প্রজন্মের বিপর্যয়ের মুখে পড়েছি,’ মন্তব্য করে গুতেরেস বলেন, ‘এই ক্ষতি আমাদের সম্ভাবনার অবর্ণনীয় ক্ষতি করছে।’

মহামারীর সময় স্কুল বন্ধ থাকলেও অনেক দেশ অনলাইনে শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু তাতে খুব একটা সফলতা আসেনি।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লাখ ৮০ হাজার ৩৬৯ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৯৭ হাজার ২৪৫ জন।

জুলাই মাসে করোনা সবচেয়ে বেশি ভুগিয়েছে। এই এক মাসে প্রায় ৭০ লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়!

৩০ ডিসেম্বর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক হিসাব শুরু হওয়ার পর বিশ্বব্যাপী করোনা রোগীর সংখ্যা কোটি ছাড়ায় জুনের শেষ দিকে। এরপর শুধু জুলাই মাসেই ৬৯ লাখ ৪১ হাজার ৫২০ জন নতুন রোগটিতে পজিটিভ হিসেবে শনাক্ত হন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো