চলছে জনপ্রিয় খেলা ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। নিজেদের প্রমাণে ব্যস্ত দলগুলো। আজ (২৪ নভেম্বর) মাঠে নামছে আট দল। যেখানে সন্ধ্যা ৭টায় উরুগুয়ের প্রতিপক্ষ হয়ে মাঠে নামছে দক্ষিণ কোরিয়া।
বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এডিনসন কাভানি-লুইস সুয়ারেজদের বিপক্ষে মাঠে নামবে সন হিউং মিনের দক্ষিণ কোরিয়া। চোট কাঁটিয়ে ফিরেছেন সন হিউং মিন, কাতার বিশ্বকাপে নিজ দলের প্রথম ম্যাচ থেকেই একাদশে থাকছেন তিনি।
বিশ্বকাপ ইতিহাসের প্রথম আসরের শিরোপা জয়ী উরুগুয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৫০ সালে, মারাকানা ট্র্যাজেডির জন্ম দিয়ে। তারপর পেরিয়ে গেছে ৭২ বছর, শিরোপার স্বাদ মেলেনি আর। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এই বিশ্বকাপের শিরোপা অভিযান শুরু করবে তারা।
বিপরীতে দক্ষিণ কোরিয়া এশিয়ার পাওয়ার হাউস দল। ১৯৮৬ সাল থেকে সবগুলো বিশ্বকাপেই অংশ নিচ্ছে তারা। সেরা সাফল্য ২০০২ বিশ্বকাপে সেমিফাইনালে খেলা। সেই ম্যাচে জার্মানির কাছে ১-০ গোলে হেরে ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তুরস্কের কাছে হেরে সেই বিশ্বকাপে চতুর্থ হয়ে থাকতে হয়। তবে আরো একবার বড় দলগুলোর সামনে বাঁধা হয়ে দাঁড়াতে মুখিয়ে আছে সন হিউং মিনের দল।
বিশ্বকাপের সবশেষ তিন আসরেই নকআউট পর্বে উঠেছে উরুগুয়ে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল খেলেছে তারা। অন্যদিকে, গত দু’আসরে গ্রুপ পর্ব পেরোতে পারেনি দক্ষিণ কোরিয়া।
এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া। এর মধ্যে ১৯৯০ ও ২০১০ সালে বিশ্বকাপের দু’ম্যাচসহ ছয়টি জিতেছে উরুগুয়ে। ড্র হয়েছে এক ম্যাচ। ২০১৮ সালে দু’দলের সবশেষ দেখায় উরুগুয়ের বিপক্ষে নিজেদের একমাত্র জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া।
অর্থসংবাদ/কেএ