সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনেদেনও বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, দিনভর ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৪৫ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ডিএসইএস ০ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২১৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, দর কমেছে ২৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩৪টির।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৮৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৪৪৯ কোটি ৩৬ লাখ টাকার।
অর্থসংবাদ/কেএ