সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারদর। গত চার কার্যদিবসে টানা পতনের ধারা কাটিয়ে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ডিএসইর টপ গেইনারের স্থান দখলে নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪২ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৪৯ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা হাক্কানি পাল্পের শেয়াদর বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ।
এছাড়াও বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- বসুন্ধরা পেপার মিলস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এপেক্স ফুডস, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, সেনাকল্যাণ ইন্স্যুরেন্স এবং ফাইন ফুডস লিমিটেড।