ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০ পয়সা বা ৬ দশমিক ৫২ শতাংশ। আর প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৪ টাকা ৮০ পয়সা বা ৪ দশমিক ১৮ শতাংশ শেয়ারদর বাড়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্টারন্যাশনাল লিজিং, মুন্নু সিরামিক, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মেট্রো স্পিনিং, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, বেঙ্গল উইনসো এবং জেএমআই হাসপাতালের দর বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৬টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২টির।
অর্থসংবাদ/এসএম