ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ৪২ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
দরপতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ৬ দশমিক ৬০ শতাংশ। আর নাভানা ফার্মাসিউটিক্যালসের ৩ টাকা ৬০ পয়সা বা ৪ দশমিক ৯০ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, ই-জেনারেশন, মনস্পুল, এডিএন টেলিকম, আমরা নেটওয়ার্ক, জেমিনী সী ফুড এবং বিডি থাই ফুডের দর কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৩টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০টির।
অর্থসংবাদ/এসএম