আজ (২৮ ডিসেম্বর) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনের সভাপতিত্বে সভায় পরিচালক পর্ষদের সদস্যগনসহ বহু বিনিয়োগকারী যুক্ত ছিলেন।
সভায় উপস্থিত বিনিয়োগকারীগন ২০২১-২২ সালের সমাপ্ত বছরের হিসাবের ভিত্তিতে ৩ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমশিন থেকে অনুমতি পাওয়া সাপেক্ষে প্রদান করা হবে ।
এসময় বিনিয়োগকারীগন তাদের বক্তব্য ও মূল্যবান পরামর্শ প্রদান করেন। বিনিয়োগকারীগন কোম্পানির সার্বিক সফলতা কামনা করেন।
অর্থসংবাদ/এসএম