ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৬ জানুয়ারি) কোম্পানিটির ৬৪ কোটি ৯১ লাখ ৪৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ৪৬ কোটি ৭২ লাখ ৯৬ হাজার টাকার।
৩৬ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেনের করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, জেএমআই হসপিটাল, বিডিকম অনলাইন, ইনট্রাকো, ইস্টার্ন হাউজিং, নাভানা ফার্মা এবং সি পার্ল বীচ রিসোর্ট।
আজ ডিএসইতে ৩৫৩ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৫টির শেয়ারদরই এদিন অপরিবর্তিত ছিল। দর বেড়েছে ৬১টির, বিপরীতে মাত্র ১১৭ কোম্পানির শেয়ারদর কমেছে।
অর্থসংবাদ/এসএম