আজ সূচকের নিম্নমুখী ধারাতেই লেনদেন শুরু হয়। আর প্রথম আধা ঘন্টাতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বা প্রায় সোয়া ১ শতাংশের মতো কম যায়। আর বেলা সোয়া ১১টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত সূচক কমে ৬৭ পয়েন্ট বা ১ দশমিক ৬৩ শতাংশ।
আজকের আগে চলতি জানুয়ারি মাসের ৯ কর্মদিবসে ডিএসইএক্স কমেছে প্রায় ৩৩০ পয়েন্ট বা সাড়ে ৮ শতাংশ। আর গত দুই মাসে তা ৬১৪ পয়েন্ট বা প্রায় ১৩ শতাংশ কমেছে।
টানা দরপতনের প্রেক্ষিতে অর্থমন্ত্রণালয় একাধিকবার স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক করেছেন। অর্থমন্ত্রণালয়েও এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, থামছে না পতন। বরং প্রতিটি বৈঠকের সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মধ্যে আরও বেশি হতাশা ছড়িয়েছে, দরপতন আরও তীব্র হয়েছে।
এদিকে টানা দর পতনের প্রেক্ষিতে দীর্ঘদিন ধরেই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন। এই দাবি আরও তীব্র হয়েছে।