প্রতিমা ভাঙচুরের ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: হিন্দু মহাজোট

প্রতিমা ভাঙচুরের ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: হিন্দু মহাজোট
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে প্রতিমা ভাঙচুর ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সংগঠনটির মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় ঠাকুরগাঁও এ সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারী গোস্বামী, নির্বাহী সভাপতি অ্যাডঃ দীনবন্ধু রায়, সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, প্রেসিডিয়াম মেম্বার অভয় কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রতীভা বাকচী, হিন্দু মহিলা মহাজোটের সভাপতি অ্যাডভোকেট লাকী বাছাড়, হিন্দু যুব মহাজোটের নির্বাহী সভাপতি গৌতম সরকার অপু, সরকার ছাত্র মহাজোটের সভাপতি সভাপতি সাজেন কৃষ্ণ বল, সাধারণ সম্পাদক সজিব কুন্ডু তপু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, গত ৫ ফেব্রুয়ারি গভীর রাতে ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা, পারিয়া ও চারোল ইউনিয়নের ১২টি মন্দিরের ১৪টি প্রতিমা ভাংচুরের ঘটনায় জাতীয় হিন্দু মহাজোট গভীর উদ্বেগ প্রকাশ, তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করছে। ক্ষতিগ্রস্থ মন্দির সমূহের মধ্যে ধনতলা ইউনিয়নের উত্তর সিন্দুর পিন্ডি হরিবাসর মন্দির, টাকাহারা পাকা সড়কের পাশে কালিমন্দির, হরি মন্দির, মনষা মন্দির, মালিপাড়া শ্মশান কালি মন্দির, নাথপাড়া সার্বজনীন কালি মন্দির অন্যতম। এছাড়াও পারিয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকার ৩টি ও চারোল ইউনিয়নের নাথ পাড়ায় ১টি মন্দিরও রয়েছে।

তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি সহ বালিয়াডাঙ্গী উপজেলা ও পুলিশ প্রশাসন এবং হিন্দু মহাজোটের স্থানীয় নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে জানতে পারি স্থানীয় হিন্দু মুসলমানদের মধ্যে এ ঘটনায় কোনরুপ উত্তেজনা বিরাজ করছে না। বরং প্রতিমা ভাংচুরের বিষয়টি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দারা চিহ্নিত করেছেন। হিন্দু অধ্যুষিত বালিয়াডাঙ্গিতে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমানসহ সব সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্যপূর্ণভাবে সহাবস্থান করে আসছে।

তিনি আরও বলেন, এদেশে আমার হিন্দু মুসলমান হাজার বছর ধরে একই গ্রামে, একই মহল্লায় শান্তি ও সৌহার্দপূর্ণভাবে বসবাস করছি। একে অপরের সাহায্যে এগিয়ে আসছি। এর আগে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যতগুলি সংহিংসতার ঘটনা ঘটেছে তার প্রত্যেকটির পিছনেই রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও স্বার্থন্বেষী মহলের ষড়যন্ত্র আমরা লক্ষ করেছি। বালিয়াডাঙ্গির ঘটনাও তাই। অথচ বরাবরের মত একটি মহল প্রকৃত ঘটনা আড়াল করে ঘটনাটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচার করে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। ফলে সংখ্যালঘু সম্প্রদায় নায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং ক্ষতিগ্রস্থ হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু