ঘন কুয়াশায় ঢাকা চুয়াডাঙ্গা, বিপর্যস্ত জনজীবন

ঘন কুয়াশায় ঢাকা চুয়াডাঙ্গা, বিপর্যস্ত জনজীবন
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায়ও দেখা মেলেনি সূর্যের। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। জরুরি প্রয়োজন ও অফিসগামী মানুষ ছাড়া বাইরে তেমন লোকজনের দেখা মিলছে না।

স্থানীয় রিকশাচালক মাসুম আলীসহ কয়েকজন জানান, দুদিন ভোর থেকে অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশা থাকছে। এ করণে জরুরি প্রয়োজন আর অফিসগামী লোকজন ছাড়া রাস্তায় কেউ বের হচ্ছেন না। সকাল থেকে যাত্রীর অভাবে বসে থাকতে হচ্ছে। তেমন আয় করতে না পারায় এ কয়েকদিন বেশ ভোগান্তিতে আছেন তারা।

স্থানীয়রা চা-দোকানি গাফফার বলেন, ‘দু-তিন ধরে সকাল থেকে অনেক বেলা পর্যন্ত কুয়াশা থাকায় বেচাবিক্রি কম। ফজরের নামাজের পর অনেক কাস্টমার চা খেতে আসেন, কুয়াশার কারণে তাদের দেখা মিলছে না। তাই আয় কমেছে।’

কৃষক জমির উদ্দিন বলেন, ‘আমি যে জমিতে চাষ করেছি, সেখানে ভোর থেকে সার দিতে হতো। কিন্তু কুয়াশার কারণে সকাল ৯টায় বের হচ্ছি। কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশঙ্কাও আছে।’

চাষি রবিউল ইসলাম বলেন, ‘ফাল্গুনের শুরুতে কুয়াশা পড়ছে। এতে গম, মসুরিসহ মৌসুমী আবাদের ক্ষতির আশঙ্কা আছে। কারণ, প্রতিবার ফাল্গুনের শেষ দিকে কুয়াশা পড়ে, এবার আগে-ভাগেই কুয়াশা পড়েছে।’

বেসরকারি চাকরিজীবী শিউলী শারমিন বলেন, ‘আমি সকাল ৭টায় অফিসে যাবো। কিন্তু কুয়াশার কারণে পৌছাতে দেরি হয়ে গেছে। কুয়াশায় সময়মতো গাড়ি ছাড়লেও ধীর গতিতে চলেছে।’

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, গত দুদিন বেশ কুয়াশা পড়ছে। জেলায় আজ ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আকাশ মেঘলা ছিল বলেই ঘন কুয়াশা পড়ছে। তবে একদিন পরেই কুয়াশা কেটে যেতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা