ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ১২ লাখ টাকার। ফলে লেনদেনের তালিকার শীর্ষে রয়েছে কোম্পানিটি।
আজ ডিএসইর লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস ১৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আর ১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বিচ রিসোর্ট।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- শাইনপুকুর সিরামক, আমরা নেটওয়ার্ক, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেমিনি সী ফুড, আলহাজ টেক্সটাইল
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৫টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ০৭টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৪টির।
অর্থসংবাদ/এসএম