সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৯৭ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
দরপতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আলহাজ টেক্সটােইল। এদিন কোম্পানিটির শেয়ারদর কমেছে ৬ দশমিক ০৪ শতাংশ। আর ৫ দশমিক ৫১ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স, রূপালী লাইফ ইন্সুরেন্স, জেমিনি সি ফুড, কোহিনুর কেমিক্যালস, নাভানা ফার্মা এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৫টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ০৭টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৪টির।
অর্থসংবাদ/এসএম