ভ্যাট ফাঁকির বিরুদ্ধে সিটি এনএসআই ও ভ্যাট গোয়েন্দার যৌথ অভিযান 

ভ্যাট ফাঁকির বিরুদ্ধে সিটি এনএসআই ও ভ্যাট গোয়েন্দার যৌথ অভিযান 
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর বনানীতে সিটি এন এস আই অপারেশন উইং ও ভ্যাট গোয়েন্দা যৌথভাবে ভ্যাট ফাঁকির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে । দীর্ঘদিন যাবৎ এনএসআই এর সদস্যবৃন্দ ভ্যাট ফাঁকি সংক্রান্ত বিষয়টি কঠোর নজরদারিতে রেখেছিল । সম্প্রতি রাজধানীর ৫৭, কামাল আতাতুর্ক এভিনিউ, সড়ক-২১, ব্লক-বি, বনানীতে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় অভিযান চালিয়ে দেখা গেছে বিদেশি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের চশমা, সানগ্লাস, কানের যন্ত্র বিক্রি করে থাকে, কিন্তু পণ্য বিক্রয়ের উপরে সরকারকে তারা কোন রকম ভ্যাট প্রদান করেনি ।এমনকি প্রতিষ্ঠানগুলোতে ২০১৮ সালের পহেলা নভেম্বর থেকে আগস্ট ২০২০ পর্যন্ত, এ ২২ মাসে প্রতিষ্ঠানটি তাদের ভাড়ার উপরে মাত্র ১ লক্ষ ১৫ হাজার টাকা ভ্যাট প্রদান করেছে। যা প্রকৃত ভ্যাটের থেকে অনেক কম ।

প্রতিষ্ঠানটি বিভিন্ন পণ্য বিক্রয় করার পরেও কোন পণ্যের উপর ভ্যাট প্রদান করেনি । অভিযানে অংশগ্রহণকারী দল কাগজপত্র যাচাই-বাছাই করে প্রতিষ্ঠানটির ভ্যাট প্রদান সংক্রান্ত ব্যাপক অনিয়ম পায় । এরই ধারাবাহিকতায় ভ্যাট গোয়েন্দা কর্তৃপক্ষ পণ্য বিক্রির উপর ৫ লক্ষ ৯২ হাজার ৮২৯ টাকা ৫০ পয়সা এবং প্রতিষ্ঠান ভাড়ার উপরে ১৯ লক্ষ ১ হাজার ৮৫৭ টাকা ৫০ পয়সা কর ফাঁকির মামলা করে।  অর্থাৎ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২৪ লক্ষ ৯৪ হাজার ৫৮৬ টাকা ৮৫ পয়সা কর ফাঁকি দেওয়ার জন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে।

যার মামলা নম্বর -৫২/২০২০, তারিখ:১৮/০৮/২০২০ এবং মামলাটি ঢাকা উত্তর শুল্ক গোয়েন্দা কমিশনারেট বরাবর পাঠিয়ে দেওয়া হবে । যেখানে কমিশনারের একতিয়ার বলে কর ফাঁকি সংক্রান্ত বিষয়টি বিচার করে জরিমানার পরিমাণ জরিমানার সাথে যোগ করে ধার্য করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা