ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১০ দশমিক ৯২ শতাংশ। ফলে সপ্তাহজুড়ে দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের সর্বোচ্চ দর কমেছে ৯ দশমিক ৬৮ শতাংশ। আর ৯ দশমিক ০৯ শতাংশ শেয়ারদর কমায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
সপ্তাহিক দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিং, ওরিয়ন ইনফিউশন, এমারেল্ড অয়েল, পেপার প্রসেসিং, জুট স্পিনার্স, বিডিকম অনলাইন এবং বিডি ওয়েল্ডিং ইলেকট্রোড লিমিটেড।
আলোচিত সপ্তাহে ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১১১টির, আর অপরিবর্তিত ছিল ২০৫টির।
অর্থসংবাদ/এসএম