ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ৫৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯২ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৭ দশমিক ৪৬ শতাংশ। আর ১০ দশমিক ৪৭ শতাংশ শেয়ারপ্রতি দর বৃদ্ধি পাওয়ায় সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আলহ্জ টেক্সটাইল মিলস লিমিটেড।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আমরা টেকনোলজি, জেমিনী সী ফুড, ঢাকা ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বেঙ্গল উইন্ডসোর এবং প্রগতি ইন্স্যুরেন্স।
আলোচিত সপ্তাহে মোট পাঁচ কর্যদিবস লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১১১টির, আর অপরিবর্তিত ছিল ২০৫টির।
অর্থসংবাদ/এসএম