ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৫১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১২ কোটি ৯৫ লাখ ৩১ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯৭ কোটি ৯৫ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।আর ৯২ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সী পার্ল রিসোর্ট, শাইনপুকুর সিরামিক, জেমিনী সী ফুড, আমরা নেটওয়ার্ক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আলহাজ টেক্সটাইল এবং ওরিয়ন ফার্মা লিমিটেড।
আলোচিত সপ্তাহে মোট পাঁচ কর্যদিবস লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১১১টির, আর অপরিবর্তিত ছিল ২০৫টির।
অর্থসংবাদ/এসএম